Monday, April 5, 2010

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে


: মোকতেল হোসেন মুক্তি


মুজিব মানেই, কিষাণীর হাসি ফসল, সোনার ক্ষেত,
মুজিব মানেই, যুদ্ধে যাবার প্রস্থুতি, সংকেত
মুজিব মানেই হিন্দু মুসলিম বৌদ্ধ আর খ্রিস্টান
মুজিব মানেই সেকুলারিসম, ধর্মান্ধতার অবসান
মুজিব মানেই, অত্যাচারীর খর্গ ভাঙ্গিবার শব্ধ
মুজিব মানেই, বজ্র হুঙ্কার, হায়ানা স্তব্ধ
মুজিব মানেই, আগরতলার মিথ্যে ষড়যন্ত্র
মুজিব মানেই, শিক্ষা, শান্তি, ঐক্য, গণতন্ত্র
মুজিব মানেই, ধরাশায়ী ওই ছুচো পাকিস্তান
মুজিব মানেই, স্বৈরাচারীর বিপরীত অবস্থান
মুজিব মানেই, ৭ ই মার্চ মুক্তির আহবান
মুজিব মানেই, সামরিক জান্তার চির অবসান
মুজিব মানেই, তর্জনীতে গর্জন প্রতিবাদ
মুজিব মানেই, অন্ন, বস্ত্র কৃষকের পেতে ভাত
মুজিব মানেই, বঞ্চিতদের চিন্তায় সদা মগ্ন
মুজিব মানেই, সবুজ বিপ্লব সনিরভরের সপ্ন
মুজিব মানেই, ১৭ ই মার্চ আনন্দ উত্সব
মুজিব মানেই, পশ্চিমাদের ত্রাহী ত্রাহী রব
মুজিব মানেই, প্রশান্ত সাগর, উল্কা কিংবা ধুমকেতু
মুজিব মানেই, জয় জয়াকার জয় তু মুজিব, জয় তু
মুজিব মানেই পদ্মা মেঘনা যমুনা আর আড়িয়াল খা
মুজিব মানেই, টেকনাফ থেকে সুদুর ওই তেতুলিয়া
মুজিব মানেই, জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার এক সপ্নস্বাদ
মুজিব মানেই, বাঙালীর তরে আল্লাহতা'আলার আশির্বাদ
মুজিব মানেই, ৭৫ এর ১৫ ই আগস্ট কালো রাত
মুজিব মানেই, বুকের রক্তে লিখে যাওয়া "মুজিববাদ "
মুজিব মানেই, জয় বাংলা, "জয়ী" আমরা চির দিন
মুজিব মানেই, বুকের রক্তে শোধ করানো জাতির ঋণ
মুজিব মানেই, "বঙ্গ" আর মুজিব মানেই "বন্ধু"
মুজিব মানেই, "মুক্তির গান" শোকের বিষাদ সিন্ধু
মুজিব মানেই, সাধীন দেশে শান্তিতে বসবাস
মুজিব মানেই, জাতির জনক, বাঙালীর ইতিহাস

0 comments: